ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালীর চারটি আসনেই আওয়ামী লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
পটুয়াখালীর চারটি আসনেই আওয়ামী লীগের জয়

পটুয়াখালী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনেই আওয়ামী লীগ জয়লাভ করেছে।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত মহাজোট প্রার্থী সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ২ লাখ ৭০ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী আলতাফুর রহমান হাতপাখা মার্কায় পেয়েছেন ১৫ হাজার ১০৩ ভোট। এ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি ধানের শীষ প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৩৬৯ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মহাজোট প্রার্থী সাবেক জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। তিনি নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মো. নজরুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৬৯ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী সালমা আলম ধানের শীষ পেয়েছেন ৫ হাজার ৬৬০ ভোট।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী এসএম শাহাজাদা সাজু ২ লাখ ১৭ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী কামাল খান পেয়েছেন ৬ হাজার ৮১৪ ভোট। এ আসনে বিএনপির গোলাম মাওলা রনি ধানের শীষ পেয়েছেন ৬১৭৬ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মহিববুর রহমান মহিব পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন (হাতপাখা) মো. হাবিবুর রহমান পেয়েছেন ৬ হাজার ৮০৪ ভোট। এ আসনে বিএনপি (ধানের শীষ) প্রার্থী এবিএম মোশারফ হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৫৯ ভোট।

পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মোট ৪৮৯টি ভোট কেন্দ্র রয়েছে এরমধ্যে ২১টি দ্বীপাঞ্চল, ৩৪৬টি গুরুত্বপূর্ণ এবং ১২২টি সাধারণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।