ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনা-৪ আসনে নৌকার শরীফ ডিলু জয়ী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
পাবনা-৪ আসনে নৌকার শরীফ ডিলু জয়ী শামসুর রহমান শরীফ ডিলু

পাবনা: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪৮ হাজার ৭৯৯ ভোট।     

রোববারর (৩০ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।      

এ আসনে ১২৯টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৪৪০ জন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।