ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মার্চের প্রথম থেকে পাঁচ ধাপে উপজেলায় ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
মার্চের প্রথম থেকে পাঁচ ধাপে উপজেলায় ভোট ইসি সচিব হেলালুদ্দীন আহমদ/ফাইল ফটো

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন মার্চের প্রথম থেকে ধাপে ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু সামনে এসএসসি, এইচএসসি পরীক্ষা ও রমজান সেহেতু তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো।

হেলালুদ্দীন আহমদ বলেন, প্রশাসনিক বিভাগ অনুযায়ী আগে-ভাগে যেসব বিভাগের উপজেলাগুলো মেয়াদ পূর্ণ করবে সেগুলো আগে অন্তর্ভুক্ত করা হবে। আর যেগুলো পরবর্তীকালে পূর্ণতা পাবে, সেগুলোতে গুচ্ছ আকারে পরবর্তীকালে নির্বাচন করবো। আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করবো।

২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন সাত ধাপে সম্পন্ন করেছিল নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।