ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা সিটি নির্বাচন: প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ঢাকা সিটি নির্বাচন: প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন-নির্বাচন কমিশন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, শাফিন আহমেদ লাঙল, আব্দুর রহিম (স্বতন্ত্র প্রার্থী) টেবিল ঘড়ি, ন্যাশনাল  পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম ও  প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক পেয়েছেন।



এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে ইতিমধ্যে অনেকেই প্রচার কাজ শুরু করেছেন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্ব সময় পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। কেননা, ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।  

ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানো আহ্বান জানিয়েছেন। উত্তরে কাউন্সিলর পদে ১২৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর পদে ১২৫জন প্রার্থী মাঠে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।