ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার তালিকা: বেলাব উপজেলায় ছবি তোলা শুরু ১০ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ভোটার তালিকা: বেলাব উপজেলায় ছবি তোলা শুরু ১০ অক্টোবর তালিকার ছবি

ঢাকা: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর বেলাব উপজেলায় ছবি তোলার কাজ শুরু হবে আগামী ১০ অক্টোবর। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল জানিয়েছেন, সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে ভোটার হতে ইচ্ছুকদের ছবি তোলা ছাড়াও ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। এ উপজেলায় ভোটার হওয়ার জন্য নিবন্ধন ফরম পূরণ করেছেন ১৪ হাজার নাগরিক।

যারা নিবন্ধন ফরম পূরণ করতে পারেননি তারা নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এক্ষেত্রে জন্মসদন, এসএসসি পরীক্ষার সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদ, ঠিকানার সংক্রান্ত দলিল নিয়ে আসতে হবে।

সারাদেশেই জেলাভিত্তিক ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কার্যক্রম চলছে। এবার চার বছরের তথ্য একসঙ্গে নেওয়া হচ্ছে। আগামী জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে তারওপর দাবি-আপত্তি নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বর্তমানে দেশে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।