ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র-কাউন্সিলরদের আপিল শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র-কাউন্সিলরদের আপিল শুনানি চলছে

ঢাকা: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল শুনানি চলছে৷

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে আপিল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে এ শুনানি শুরু হয়েছে।

সোমবারের শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের বাতিল করা মনোনয়নপত্রের বিষয়ে শুনানি হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী জি এম কামরুল ইসলামের আপিলের শুনানি ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পাঁচজন কাউন্সিলরের বাতিল করা মনোনয়নপত্রের বিষয়ে শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।