ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসিতে ৮৭৬ কেন্দ্র গুরুত্বপূর্ণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জানুয়ারি ২৯, ২০২০
ডিএনসিসিতে ৮৭৬ কেন্দ্র গুরুত্বপূর্ণ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪২টি সাধারণ এবং ৮৭৬টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবুল কাসেম বলেন, এবারের নির্বাচনে উত্তর সিটিতে ৮৭৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

আমরা এটিকে ঝুঁকিপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বলি। এসব কেন্দ্রের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ জন সদস্য থাকবেন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। শুধু তাই নয়, স্ট্রাইকিং ফোর্স, বিজিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; সবাই মাঠে থাকবেন।

উত্তরের রিটার্নি কর্মকর্তা আবুল কাসেম বলেন, ইভিএমের মাধ্যমে এবার ভোট হতে যাচ্ছে। ইভিএমে ভোট তরুণ প্রজন্ম বেশি পছন্দ করবে। তারা যেন ভোট কেন্দ্রে যায় এজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।