ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা বিএনপির’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জানুয়ারি ২৯, ২০২০
‘নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা বিএনপির’

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে একটি নিন্মচাপ সৃষ্টি করে তা ঘূর্ণিঝড়ে পরিণত করতে চায় বিএনপি।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন ১৪ দল নেতা দিলীপ বড়ুয়া এমন বক্তব্য রাখেন।

সাম্যবাদী দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য জয়লাভ নয়।

নির্বাচন কমিশনকে বিতর্কিত করা এবং আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়- এই দুইটা ইস্যুকে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। '

সাবেক এ শিল্পমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে তারা (বিএনপি) একটা নিম্নচাপ সৃষ্টি করতে চায়। নিম্নচাপ সৃষ্টির মধ্য দিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে একটা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। ’

‘১ ফেব্রুয়ারিতে বিশ্ব অবাক হয়ে লক্ষ করবে, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে। কারও পক্ষে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না হয়, সেজন্য ইসির প্রাক-ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ’

তিনি আরও বলেন, ‘১ ফেব্রুয়ারি বিকেল থেকে বিভিন্ন রকম প্রচার করতে পারে। ১ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন রকম অঘটন ঘটাতে পারে। এ জন্য তারা ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা। ’

১৪ দলের এই প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতা মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ইইউডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।