ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

অনিয়মের বিষয়ে জানালেও কর্মকর্তারা ব্যবস্থা নেননি: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ফেব্রুয়ারি ১, ২০২০
অনিয়মের বিষয়ে জানালেও কর্মকর্তারা ব্যবস্থা নেননি: ফখরুল

ঢাকা: অনিয়মের বিষয়ে জানানো হলেও রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে (০১ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল তাদের কাছে পাওয়া বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় কেন্দ্রে প্রবেশ করতেও দেওয়া হয়নি।

এ সময় দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।