ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্থানীয় সরকার পর্যায়ে উপনির্বাচন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
স্থানীয় সরকার পর্যায়ে উপনির্বাচন শনিবার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ওয়ার্ডসহ দেশের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় সরকার পর্যায়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (১০ অক্টোবর)।

শুক্রবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইসির পক্ষ থেকে জানানো হয়, দু’টি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো- ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা।  

দু’টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো-চাঁদপুর ও কালাই পৌরসভায়। অন্যদিকে, সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ, যশোর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চুয়াডাঙ্গার নতিপোতা ও নাটুসহ, দামুরহুদা ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদসহ বিভিন্ন পদে মোট ৭১টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে ওয়াার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।