ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেন্দিগঞ্জের উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
মেহেন্দিগঞ্জের উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচন স্থগিত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন এক নির্বাহী আদেশে এ নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়।

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের নিয়জিত বিজ্ঞ আইনজীবীর সুষ্পষ্ট আইনগত মতামত বিবেচনায় উলানিয়া ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণের বিষয়ে দায়েরকৃত হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের দক্ষিণ ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।