ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১০ উপজেলা, ৫ পৌরসভা ও ১৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
১০ উপজেলা, ৫ পৌরসভা ও ১৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

ঢাকা: দেশের বিভিন্ন জেলার ১০ উপজেলা, ৫ পৌরসভা ও ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। ভোট উপলক্ষে তাই এসব এলাকার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান পদের উপনির্বাচন, ৫টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং ৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১০ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এবং পাশ্ববর্তী ইউনয়ন, পৌরসভা, উপজেলা, জেলার আপনাদের ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগদানের পরামর্শ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।