ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুরে ফের নৌকার ভরাডুবি, ১৩টির ৮টিতেই স্বতন্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ফরিদপুরে ফের নৌকার ভরাডুবি, ১৩টির ৮টিতেই স্বতন্ত্র

ফরিদপুর: বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরের সদরপুর ও মধুখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার ভরা ডুবি হয়েছে।  

১৩টি ইউপির মধ্যে ৮টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

নৌকা বিজয়ী হয়েছে মাত্র ৫টিতে।

সদরপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী হলেন যারা: 
উপজেলার চর বিষ্ণুপুর ইউপিতে মো. মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), আকটেরচর ইউপিতে মো. আসলাম বেপারী (নৌকা), নারিকেলবাড়িয়া ইউপিতে মো. নাসির উদ্দিন সরদার (স্বতন্ত্র), চরনাছিরপুর ইউপিতে রোকন উদ্দিন মোল্লা (স্বতন্ত্র), ভাষাণচর ইউপিতে শেখ গোলাম কাউসার (স্বতন্ত্র), কৃষ্ণপুর ইউনিয়নে আকতারুজ্জামান তিতাস (নৌকা), সদরপুর ইউপিতে কাজী জাফর (স্বতন্ত্র), চরমানাইর ইউপিতে রফিকুল ইসলাম (স্বতন্ত্র), ঢেউখালী ইউপিতে মো. মিজানুর রহমান বয়াতি (নৌকা)।  

এদিকে, মধুখালী উপজেলার জাহাপুর ইউপিতে সামছুল ইসলাম বাচ্চু (নৌকা), বাগাট ইউপিতে মতিয়ার রহমান (নৌকা) ,কামারখালী ইউপিতে রাকিব হোসেন চৌধুরী ইরান (স্বতন্ত্র) ও রায়পুর ইউপিতে জাকির হোসেন (স্বতন্ত্র)।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।