ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জের ১৪ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
কিশোরগঞ্জের ১৪ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বুধবার (০৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।  

মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করার কারণে ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

 

বেসরকারিভাবে পাওয়া নির্বাচনের ফলাফল অনুযায়ী অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ৪৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কাছেদ মিয়া।  

কাস্তুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল হক রন্টি চশমা প্রতীক নিয়ে ৪৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

দেওঘর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তার হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ২৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

বাংগালপাড়া ইউনিয়নে ৫২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান। তার প্রতীক ছিল ঘোড়া।  

খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন খান চশমা প্রতীক নিয়ে ৬৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

আদমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল মন্নাফ আনারস প্রতীক নিয়ে ৬৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

কলমা ইউনিয়নে ৩১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাধাকৃষ্ণ দাস।  

এদিকে মিঠামইন উপজেলার মিঠামইন সদর ইউনিয়নে অ্যাডভোকেট শরীফ কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

গোপদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

কাটখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৪৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

বৈরাটি ইউনিয়নে ৩৯৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম। তার প্রতীক ছিল আনারস।  

ঢাকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. লুতফর রহমান ভূঞা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

কেওয়ারজোড় ইউনিয়নে ১৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম। তার প্রতীক আনারস।  

ঘাগড়া ইউনিয়নের ২৮ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কিন্তু ভোট গণনা শেষে ফলাফল দেওয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং কেন্দ্র অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের উদ্ধার করে নির্বাচনী মালামালসহ নিরাপদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এ অবস্থায় প্রিজাইডিং অফিসার এ কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেন।  

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীক ছিল না।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।