ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাড়তে পারে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
বাড়তে পারে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার সময়

ঢাকা: দেশের রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়াতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সময় এক মাস বাড়ানো হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, শেষ দিনেও অনেক দল আয়—ব্যয়ের হিসাব জমা দেয়নি। এক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রওশন আরা জানিয়েছেন, ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ১২টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল কোনো সাড়া দেয়নি।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান আছে আইনে। এক্ষেত্রে পরপর তিন বছর কোনো দল আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের কথা বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। তবে কয়েক বছর ধরে বিভিন্ন দলের আবেদনের পরিপ্রক্ষিতে সময় বাড়িয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।