ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শৈলকুপা উপজেলার নতুন চেয়ারম্যান আব্দুল হাকিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
শৈলকুপা উপজেলার নতুন চেয়ারম্যান আব্দুল হাকিম 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৬৬১ ভোট।

আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিজ রেজা মন্নু ১৪ হাজার ১ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।  

রোববার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়।  

২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তার স্ত্রী শিকদার শেফালি বেগম। চলতি বছরের ১৬ মে শিকদার শেফালিরও মৃত্যু হলে চেয়ারম্যান পদটি আবার শূন্য হয়। সেই পদে গত ৩১ জুলাই উপ-নির্বাচন আনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।