ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বুধবার সাবেক ইসি কর্মকর্তাদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
বুধবার সাবেক ইসি কর্মকর্তাদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ অক্টোবর) ইসির সভাকক্ষে বেলা ১১টায়েএই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে।

এতে সাবেক সিইসি, ইসি, ইসি সচিবসহ সাবেক ঊর্ধ্বতন ইসি কর্মকর্তাদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ইসি মো. আলমগীর জানিয়েছেন, বৈঠকে গাইবান্ধা-৫ উপ-নির্বাচনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত নির্বাচন করতে গেলে কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা থেকে উত্তরণে তারা (সাবেকরা) কী পন্থা অবলম্বর করেছিলেন ইত্যাদি অভিজ্ঞতা নেওয়ার জন্যইিএ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।