ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য মোজাম্মেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
লালমনিরহাটে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য মোজাম্মেল মোজাম্মেল হক

লালমনিরহাট: সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের মোজাম্মেল হক (৩০)।

তিনি লালমনিরহাট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।

মোজাম্মেল হক কালীগঞ্জ উপজেলায় কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকার আইয়ুব আলীর ছেলে। পেশায় একজন সফল ব্যবসায়ী।

জানা গেছে, সারাদেশের ন্যায় ১৭ অক্টোবর লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড সদস্য (কালীগঞ্জ উপজেলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সফল ব্যবসায়ী মোজাম্মেল হক। নির্বাচনে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ।  মাত্র ৩০ বছর বয়সে ব্যবসায় সফলতা অর্জনের পাশাপাশি জেলা পরিষদের নির্বাচিত সদস্য হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মোজাম্মেল।

কাকিনা চাপারতল গ্রামের এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে ১৯৯২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন মোজাম্মেল হক। ২০১১ সালে কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১৩ সালে কাকিনা উত্তর বাংলা কলেজ থেকে এইচএসসি এবং শহীদ তিতুমীর কলেজ থেকে স্নাতক পাস করে ব্যাবসায় জড়িয়ে পড়েন মোজাম্মেল হক। দুই কন্যাসন্তানের জনক তিনি।

ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন মোজাম্মেল হক। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেন সর্বকনিষ্ঠ ওই জেলা পরিষদ সদস্য । জনগণের চাপে সদ্য সমাপ্ত লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোজাম্মেল হক। সেই নির্বাচনে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বুলেট পেয়েছেন ৩৬ ভোট। মাত্র ৩০ বছর বয়সে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে লালমনিরহাট জেলা পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য তিনি।

নবনির্বাচিত লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, জনগণের সেবা করতে বয়স কোনো বাঁধা নয়। প্রয়োজন জনসেবার মানসিকতা। সুন্দর সমাজ গঠন আর কালীগঞ্জ উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।