ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাতীয় নির্বাচনে এক দলের রেফারি হবে না ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
জাতীয় নির্বাচনে এক দলের রেফারি হবে না ইসি

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে এক দলের রেফারি হবে না নির্বাচন কমিশন (ইসি)। সব দলের রেফারি হিসেবেই থাকবে।

রোববার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, এক সময় তো ভোটের দায়িত্ব কেউ নিতে চাইতো না। এখন কিন্তু এমন পরিস্থিতি নেই। আমাদের সময় এমন হয়েছে। একটা সময় ছিল ৮০ দশকে, ভোটের দায়িত্বে কেউ আসতে চাইতেন না। এখন নিয়মের মধ্যে এসেছে। দু-একজন তো এদিক-সেদিক হবেই। তবে আশাকরি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবে।

এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এটাই হলো সবচেয়ে চ্যালেঞ্জ। আমরা ওইদিকেই নজর দেবো। কীভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এ প্রচেষ্ট থাকবে। সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এ চেষ্টা থাকবে।

তিনি বলেন, মাঠে থাকতে হবে। মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না পরিবেশ নেই।

আপনারাও তো এক দলের রেফারি হতে চান না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, অবশ্যই না। সে রকম কাজ করবো না। এটা পরিষ্কার আগেও বলেছি। এখনো বলছি। আমরা আমাদের পরিবেশ, পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করবো। আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে থাকবো। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকবো।

আমার মনে পরিস্থিতি তেমন হবে না। এখনো ১৩ মাস সময় আছে। এর মধ্যে রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। দেশে আসতে পারে। বিশ্বে আসতে পারে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এমনটা মনে করছি না।

সব দল নির্বাচনে আসার মতো পরিস্থিতি না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে  নির্বাচন কমিশনার আনিছুর বলেন, কী করবেন- সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।