ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শ্রীপুরে পৌরসভা নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
শ্রীপুরে পৌরসভা নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
 
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এ সময় তিনি স্থানীয় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন, খেলাধ‍ুলার জন্য স্টেডিয়াম নির্মাণ, শিশু উদ্যান তৈরি, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ আবাসিক এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে রফিকুল বলেন, শ্রীপুর পৌরসভায় উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এখানে যে পরিমাণ শিল্প-কারখানা রয়েছে। এসবের রাজস্ব দিয়েই শ্রীপুর পৌরসভা আমেরিকার মতো উন্নত নগরীতে পরিণত করা সম্ভব।

তৃণমূল মানুষের অংশগ্রহণের ভিত্তিতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করে এলাকার সমস্যা দূর করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
 
শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে বলেও জানান রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।