ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আখাউড়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আখাউড়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার শেখ বোরহান উদ্দিন আহাম্মদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শেখ বোরহান উদ্দিন আহাম্মদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।



রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা নির্বাচনি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলাউদ্দিন আল-মামুন স্বতন্ত্র মেয়র প্রার্থী বোরহান উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের দাবি জানিয়ে আবেদন করলে নির্বাচন অফিস তা গ্রহণ করে।

৩ ডিসেম্বর তার কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে শেখ বোরহান উদ্দিন আহাম্মদ বাংলানিউজকে বলেন, দলের ও নৌকা প্রতীকের বৃহত্তর স্বার্থে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে মাঠে কাজ করবো।

এদিকে, দুপুর ১টার দিকে আখাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।