ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভার কুমিল্লাটিলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের অনুসারীরা।

এ হামলায় উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক জানু সিকদারসহ ৫ জন আহত হয়েছেন।

একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী শানে আলম অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম(মোবাইল ফোন প্রতীক)ও তার লোকজন নৌকা প্রতীকের শানে আলমের গণসংযোগে অতর্কিত হামলা চালিয়েছে।

খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামী লীগের শানে আলম, বিএনপির আব্দুল মালেক, জাতীয় পার্টির মো. ইসহাক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল আলম ও কিরণ মারমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা বরাবরই স্বতন্ত্র প্রার্থী রফিকুলের বিরুদ্ধে ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।