ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোলায় মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ভোলায় মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকাত হোসেনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
 
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


 
ককটেল বিস্ফোরণ ও হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  
 
ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
কাউন্সিলর প্রার্থী শওকাত হোসেন অভিযোগ করে বলেন, সন্ধ্যায় পৌর মেয়রের উঠান বৈঠকে অংশগ্রহণের জন্য তার নেতৃত্বে একটি মিছিল কালীখোলা এলাকায় যাচ্ছিলো। এ সময় অপর কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনের সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মুহূর্তে মিছিলটি ছত্রভঙ্গ ভঙ্গ হয়ে যায়।  
 
নির্বাচনে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়াতে প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।
 
কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে তার কোনো সমর্থক জড়িত নয়।
 
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো ককটেল কিনা তা নিশ্চিত হওয়ায় যায়নি।  
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।