ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নির্বাচনের শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নির্বাচনের শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

খাগড়াছড়িতে পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গোলাম আকবর বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হলে সরকার পরাজিত হবে জেনে সারাদেশে মামলা-হামলার মতো ঘটনায় জড়িয়ে গেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কৃষকদলের নেতা সহ সভাপতি নজরুল ইসলাম হত্যা তার প্রমাণ।

তিনি নজরুল হত্যকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমাদের জয় নিশ্চিত।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার এটি এম কাউছার হোসেন নিরপেক্ষভাবে কাজ করছেন না অভিযোগে করে তিনি রিটার্নিং অফিসারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

পৌর নির্বাচন মনিটরিং সেল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।