ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শ্রীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শ্রীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ঘন কুয়াশা উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শ্রীপুরে তুলা গবেষণা কেন্দ্র স্কুল ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়।



নির্বাচনে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সকাল ৮টা থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এটা শ্রীপুর পৌরসভার তৃতীয় নির্বাচন। এ পৌরসভায় মোট ৫৮ হাজার ৭০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২৬২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৮০৮ জন। পৌর এলাকার ২২টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।