ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কানাইঘাটে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কানাইঘাটে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কানাইঘাট থেকে (সিলেট): সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তৃতীয় শ্রেণি মানের এ পৌরসভায় নতুন পৌরপিতা নির্বাচিত করতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।



৯টি কেন্দ্রের ৪৬টি কক্ষে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ পৌরসভায় দু’টি কেন্দ্র ছাড়া বাকি সাতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ফলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যেমন আগ্রহ আছে, তেমনি রয়েছে শঙ্কাও।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কানাইঘাট পৌর নির্বাচনে ১৬ হাজার ২৮৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ৭ হাজার ৯৭৬ জন।

এদিকে এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী, ভোটার ও জনসাধারণের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তাই ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের স্রোত ভোটকেন্দ্রমুখী। পৌষের সকালে কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করেই ভোটকেন্দ্রে ছুটছেন তারা। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পৌরসভার ৮নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজিইডিং অফিসার আবু তাহের বাংলানিউজকে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১৭৫৬। ইতোমধ্যে পাঁচশতাধিক ভোট কাস্ট হয়েছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

অন্যদিকে, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিজিবি, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যের সমন্বয়ে বিভিন্ন টিম শান্তি-শৃঙ্খলা, সহিংসতা এবং অপরাধমূলক যেকোনো তৎপরতার প্রতিরোধে মাঠে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।