ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

যশোরে ফের ভোট গ্রহণের দাবি আ’লীগ বিদ্রোহী প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
যশোরে ফের ভোট গ্রহণের দাবি আ’লীগ বিদ্রোহী প্রার্থীর

যশোর: ভোট কারচুপির অভিযোগ তুলে যশোরে ১৯টি কেন্দ্রে ফের ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এস এম কামরুজ্জামান চুন্নু।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



তিনি অভিযোগ করেন, সকাল ৯টার মধ্যে ১৯টি কেন্দ্র দখল করে নেয় সরকার মনোনীত প্রার্থীর সন্ত্রাসীরা। এ সময় নির্বাচনে দায়িত্বরত  কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেননি।

এসব কেন্দ্রগুলোতে অন্য প্রার্থীদের পোলিং এজেন্টরা জিম্মি হয়ে আছেন, ভোটারদেরও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছেন। ফলে ১৯টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা উচিৎ, যোগ করেন চুন্নু।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।