ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বেতাগী পৌরসভার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বেতাগী পৌরসভার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

বরগুনা: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে ২ নং পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া তিনটার দিকে ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার ভোটগ্রহণ স্থগিত করেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এবিএম গোলাম কবিরের সমর্থকেরা ওই কেন্দ্রের একটি কক্ষে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারছিলেন।

এতে এক পোলিং অফিসারের সহযোগিতা ছিল বলেও তিনি অভিযোগ করেন।

বাংলোদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।