ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ৩ যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ৩ যুবকের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আরো তিন যুবকের সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে পাঁচ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান জানান, জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে গাংনী উত্তরপাড়ার গোলাম কাউসারের ছেলে সাকিব আল হাসান (২০), একই পাড়ার সোলাইমান মিয়ার ছেলে আক্তারুজ্জামান ও গাংনী উপজেলার পিরতলা গ্রামের নওশাদ আলীর ছেলে আরিফুল ইসলামকে (১৮) আটক করা হয়।

পরে সাকিব আল হাসান ও আক্তারুজ্জামানকে দুই হাজার টাকা করে ও আরিফুল ইসলামকে ৫শ‘ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।