ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ধুনটে জাল ভোট দেওয়ার চেষ্টায় যুবকের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ধুনটে জাল ভোট দেওয়ার চেষ্টায় যুবকের জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টায় লালন কুমার (১৯) নামে এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ আদেশ দেন।


 
লালন কুমার পৌর এলাকার চরধুনট গ্রামের বিপদ কুমারের ছেলে।
 
চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওবায়েদুল হক বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে লালন কুমার তার বড় ভাই মহাদেব কুমারের পরিবর্তে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় ভোট কক্ষে (বুথ) অবস্থানরত এজেন্টরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
 
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করেন লালন। এ সময় ১ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।