ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নরসিংদীতে আ’লীগ মেয়রপ্রার্থীর ওপর হামলা

সেরাজুল ইসলাম সিরাজ ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নরসিংদীতে আ’লীগ মেয়রপ্রার্থীর ওপর হামলা ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী থেকে: নরসিংদী পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী কামরুজ্জামানের ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হেমেন্দ্র সাহা মোড়ে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জান‍ান জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না নুসরাত বুবলি।



তিনি জানান, দুপুরের দিকে একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ওই ভোটকেন্দ্রে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় কামরুজ্জামানসহ বেশ কয়েকজন আহত হন।

একই সময় দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ও নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র কামরুজ্জামানের গাড়িতেও হামলা চালায়। তবে এতে তার তেমন ক্ষতি হয়নি।

স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুমের সমর্থকরা এ হামলা চালিয়ে চলে দাবি করেন তিনি। ওই হামলায় কামরুজ্জামানের গাড়ি ছাড়া আরও দু’টি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইএস/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।