ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বাগেরহাট সদরের ৫ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বাগেরহাট সদরের ৫ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে

বাগেরহাট: বাগেরহাট সদর পৌরসভা নির্বাচনে ১৫টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এতে মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মীনা হাসিবুল হাসান ৭০১ ভোটে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান নৌকা প্রতীকে ২৪৬৩ ভোট পেয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ২০৩ জন। এদের মধ্যে নারী ১৭ হাজার ৪২৫ এবং পুরুষ ১৬ হাজার ৭৭৮ জন।

পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী হলেন আবুল কালাম মো. আব্দুল হাই।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএইচপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।