ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কলারোয়া নির্বাচন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কলারোয়া নির্বাচন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে ছয়/সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা নির্বাচন অফিস লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল ছোড়ে।

পরে তারা ওই অফিসের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় কলারোয়ার চারটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন আহমেদ আলী। চার কেন্দ্রেই বিএনপির মেয়র প্রার্থী জয়ী হওয়ায় তারা এ হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।