ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফেনীর তিন পৌরসভাতেই আ’লীগ প্রার্থীরা জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফেনীর তিন পৌরসভাতেই আ’লীগ প্রার্থীরা জয়ী হাজী আলা উদ্দিন, নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও ওমর ফারুক খান

ফেনী: ফেনীর সদর, দাগনভূঞাঁ ও পরশুরাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তিন প্রার্থীই জয়ী হয়েছেন।

এর মধ্যে ফেনী সদরে হাজী আলা উদ্দিন ও পরশুরাম পৌরসভায় নিজাম উদ্দিন চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

তিন পৌরসভার মধ্যে বুধবার (৩০ ডিসেম্বর) দাগনভূঞা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান মেয়র আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান বিপুল ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হয়েছেন।

তিনি ১১ হাজার ৫৮১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) ২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।

সন্ধ্যা ৭টার দিকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম।

এর আগে বিকল্প প্রার্থী না থাকায় বিনা  প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়ে রয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, পরশুরাম পৌর সভায় নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ ৪৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।