ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রামগতিতে দুই প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রামগতিতে দুই প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পেয়েছেন। ফলে নিয়মানুযায়ী ওই ওয়ার্ডে দুই প্রার্থী নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে।



বুধবার (৩০ ডিসেম্বর) রামগতির পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় দেখা যায় দু’জনই সমান ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন (পানির বতল) ও তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার দাস (উটপাখি) প্রত্যেকে ৫৩৩টি করে ভোট পেয়েছেন। যে কারণে ওই ওয়ার্ডে ফের নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।