ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফেনী পৌরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে মনির জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফেনী পৌরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে মনির জয়ী

ফেনী: ফেনী পৌরসভার শুধুমাত্র ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনির আহম্মদ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

তিনি (উটপাখি) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৮০৬টি।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নুরুল ইসলাম (ডালিম) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০৪টি।

এ পৌরসভায় বাকী ২৩ কাউন্সিলর ও মেয়র আগেই বিনাভোটে নির্বাচিত হয়ে গেছেন। তাই ফেনী পৌরবাসীর নজর ছিল এ ওয়ার্ডের দিকে।


বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা
, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।