ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুষ্টিয়ার ৫ পৌরসভার সবগুলোতে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কুষ্টিয়ার ৫ পৌরসভার সবগুলোতে আ’লীগ প্রার্থী বিজয়ী

কুষ্টিয়া: কুষ্টিয়া ৫ পৌরসভায় মেয়র পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সবগুলো পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।



কুষ্টিয়া: কুষ্টিয়া সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী  আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে ৬৭ হাজার ২২  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কুতুব উদ্দিন আহাম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১২৮ ভোট।

খোকসা: কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তারিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল মাসুম মোর্শেদ শান্ত নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৬৮ ভোট।

ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে  আওয়ামী লীগের প্রার্থী শামিমুল ইসলাম ছানা নৌকা প্রতীক নিয়ে ৭৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ প্রার্থী আব্দুল আলীম স্বপন (মশাল) পেয়েছেন ৪৩৯৩ ভোট।

কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সামছুজ্জামান অরুন নৌকা প্রতীক নিয়ে ৮৪২৪ ভোট পেয়ে বেসরকারিভোবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তরিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২৪ ভোট।

মিরপুর: কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ৯৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল হাশেম মোবাইল প্রতীক নিয়ে ১৮৮৫ পেয়েছেন ভোট।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।