ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

যশোরে নবনির্বাচিত মেয়রদের এমপি রনজিতের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
যশোরে নবনির্বাচিত মেয়রদের এমপি রনজিতের অভিনন্দন

যশোর: যশোরের ছয় পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটাদের অভিনন্দন জানিয়েছেন যশোর ৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।
 
শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।



প্রেসবিজ্ঞপ্তিতে এমপি রনজিত রায় বলেন, যশোরের ছয়টি পৌরসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রণের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ছয়জন মেয়র নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র ও স্ব-স্ব নির্বাচনী এলাকার ভোটারদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এরআগে, বুধবার (৩০ ডিসেম্বর) যশোরের ছয় পৌরসভা নির্বাচনে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু (যশোর), অধ্যক্ষ মাহমুদুল হাসান (মণিরামপুর), রফিকুল ইসলাম মোড়ল  (কেশবপুর), সুশান্ত কুমার দাস শান্ত (নওয়াপাড়া), কামরুজ্জামান বাচ্চু (বাঘারপাড়া) ও নূর আহম্মেদ আল হিমেল  (চৌগাছা) মেয়র নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।