ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

উলিপুরে স্থগিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ ১২ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
উলিপুরে স্থগিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ ১২ জানুয়ারি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ১২ জানুয়ারি।

কেন্দ্রগুলো হলো- নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্র।



উলিপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছিল। আগামী ১২ জানুয়ারি স্থগিত কেন্দ্র দুটিতে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি আকারে মাইকিং করে পৌর এলাকার জনসাধারণকে অবহিত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।