ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভাঙ্গুড়ায় ৪ ইউনিয়নে আ’লীগ ৩, বিএনপি ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ভাঙ্গুড়ায় ৪ ইউনিয়নে আ’লীগ ৩, বিএনপি ১

পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার খান মরিচ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুর রহমান (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পার ভাঙ্গুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেদায়েত উল্লাহ (নৌকা) বিজয়ী হয়েছেন।

দিলপাশার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অশোক কুমার ঘোষ (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপরদিকে, অষ্টমণিষা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হোসেন (ধানের শীষ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।