ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ঢাকা: মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হাসান ব্যাপারী (৩৩) মারা গেছেন।

শনিবার (২ এপ্রিল) ভোরে ধানমণ্ডির নর্দার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই শাকিল মাহমুদ।

একই ঘটনায় গুলিবিদ্ধ অপর চারজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া। আহতরা হলেন, রফিকুল ইসলাম, আলহাজ চৌকিদার, কামাল খাঁ ও রুবেল।

নিহত হাসান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার হুগলি এলাকার মাহবুব ব্যাপারীর ছেলে।

শাকিল মাহমুদ বাংলানিউজকে জানান, আগামী ৭ এপ্রিল হাসানের কাতার যাওয়ার কথা ছিলো। শুক্রবার (১ এপ্রিল) উপজেলার ত্রিবাগদী বাজার এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বরপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হাসান ব্যাপারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এজেডএস/এএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।