ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন

বোরহানউদ্দিনে ২ ইউপির ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বোরহানউদ্দিনে ২ ইউপির ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্থগিত দু’টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন দু’টি হলো বড় মানিকা ও পক্ষিয়া।

সোমবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কোনো বিরতি ছাড়াই এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দু’টি ইউনিয়নের ২৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেন্দ্রগুলোর আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিপি ও কোস্টগার্ড।

প্রথম দাফে বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলা জটিলতার কারণে পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আদালতের নির্দেশে ফের এ দুই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
 
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।