ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: ভবানীপুরে কেন্দ্র দখল, পুলিশের গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৭, ২০১৬
ইউপি নির্বাচন: ভবানীপুরে কেন্দ্র দখল, পুলিশের গুলি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী আব্দুল সালাম সমর্থকরা বড়বিলাস সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্র দখলের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি চালায়।

শনিবার ( ০৭ মে ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নৌকা সমর্থিত প্রার্থীর সমর্থকরা এসময় ব্যালট পেপার ছিনতাইয়েরও চেষ্টা করেছে, জানান ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নূর আলম।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পরে ফের ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এমএএএম/এনএইচএস/‌এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।