ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কালিয়াকৈরে আ. লীগ ৪, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
কালিয়াকৈরে আ. লীগ ৪, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাত ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের চারজন, দু’জন বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

রোববার (০৮ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার (০৭ মে) উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪১০ জন।

আওয়ামী লীগের চারজন নির্বাচিত চেয়ারম্যান হলেন- ফুলবাড়িয়া ইউনিয়নে অধ্যাপক আবদুল হাকিম, বোয়ালী ইউনিয়নের শাহাদাৎ হোসেন, মধ্যপাড়া ইউনিয়নের মো. নাছিম কবির ও সূত্রপুর ইউনিয়নের বজলুর রহমান।

আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী হলেন- চাপাইর ইউনিয়নের সাইফুজ্জামান সেতু ও আটাবহ ইউনিয়নে আলাল উদ্দিন মোল্লা।

এদিকে, ঢালজোড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।