ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

শপথ নিলেন সাভারের ১১টি ইউপি’র চেয়ারম্যানরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
শপথ নিলেন সাভারের ১১টি ইউপি’র চেয়ারম্যানরা ছবি: বাংলানিউজ

সাভার (ঢাক নর্থ): সাভার উপজেলার ১১টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন।

এসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের ফখরুল আলম সমর, আশুলিয়া ইউনিয়নের শাহাব-উদ্দিন মাদবর, বনগাঁও ইউনিয়নের সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়নের আনোয়ার হোসেন, ভাকুর্তা ইউনিয়নের আনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়নের সাইদুর রহমান সুজন, কাউন্দিয়া ইউনিয়নের আতিকুর রহমান শান্ত, পাথালিয়া ইউনিয়নের পারভেজ দেওয়ান, ধামসোনা ইউনিয়নের সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের সৈয়দ আহমেদ মাস্টার, শিমুলিয়া ইউনিয়নের আজাহারুল ইসলাম সুরুজ শপথ গ্রহণ করেন।

শিগগির নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।