ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোটকেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করলেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ভোটকেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করলেন সিইসি ভোটকেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করলেন সিইসি। ছবি: জিএম মুজিবুর

জেলার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ঢাকা: জেলার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, পরিচ্ছন্নভাবে ভোট গ্রহণ চলছে।

এটা নতুন অভিজ্ঞতা, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে দুপুর পৌনে ১২টায় ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে ইসি সচিবালয় ত্যাগ করেন প্রধান ‍নির্বাচন কমিশনার। এরপর প্রথমে তিনি তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে যান। সেখান থেকে আগারগাঁও হয়ে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সিইসি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেডএফ/এমসি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।