ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রাণলয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতকালে এ মনোভাব প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত জানিয়েছেন, ইইউ আগামী নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক মিশন পাঠাতে তৈরি রয়েছে।

ইইউ রাষ্ট্রদূতকে তার তিন বছরের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শ্রমিক ও অবৈধ অভিবাসী নিয়ে মতানৈক্য না থাকলেও দুই পক্ষই এক সঙ্গে বিভিন্ন ইস্যুতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।