ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: পলাশে একটিতে আ.লীগ অন্যটিতে স্বতন্ত্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, জুন ২২, ২০২১
ইউপি নির্বাচন: পলাশে একটিতে আ.লীগ অন্যটিতে স্বতন্ত্র  ...

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় অনুষ্ঠিত দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডাংগা ইউনিয়নে নৌকার প্রার্থী সাবের উল হাই ও গজারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।  

সোমবার (২১ জুন) রাতে পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন ডাংগা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

ডাংগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাবের উল হাই নৌকা প্রতীকে ১৭ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট।
 
অন্যদিকে গজারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরুজ্জামান ভূঁইয়া নৌকা প্রতীকে পেয়েছে ৫ হাজার ৫৭৬ ভোট।

ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।