ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ছাগলনাইয়ায় মেম্বার প্রার্থীসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, নভেম্বর ২৮, ২০২১
ছাগলনাইয়ায় মেম্বার প্রার্থীসহ আটক ৫

ফেনী: ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা করায় চার মেম্বার প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করা।

স্থানীয়রা জানায়, ভোট কেন্দ্রে ব্যাপক বোমাবাজি, ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোরগ প্রতীক আবুল কালাম মাস্টার তার সমর্থক মো. সেলিম, আপেল প্রতীক শওকত জোবায়ের তুমুল ও ফুটবল প্রতীকের সোহেল রানা।

ফেনী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিশৃঙ্খলা তৈরির দায়ে তাদের আটক করা হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য তাদের আটক রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।