ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

জয়পুরহাট: চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বম্বু ইউনিয়নে মোল্লা সামছুল আলম, আমদই ইউনিয়নে শাহানুর আলম সাবু, পুরানাপৈল ইউনিয়নে খোরশেদ আলম সৈকত, মোহাম্মদাবাদ ইউনিয়নে আতাউর রহমান, ভাদসা ইউনিয়নে সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছী ইউনিয়নে সামছুল ইসলাম সুমন, চকবরকত ইউনিয়নে  শাহজাহান আলী ও ধলাহার ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন।

এর আগে জামালপুর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান মিঠু।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।